যখন আপনি সাবান তৈরী করতে আসবেন তখন বিভিন্ন নতুন নতুন শব্দ আপনাকে শুনতে হবে। যা অনেক সময় আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তাই কিছু শব্দ নিয়ে এই আয়োজন। চলুন জেনে নেয়া যাক-
একটি সাবান কতটুকু শক্ত বা নরম এটি প্রকাশ করার জন্য হার্ডনেস শব্দটি ব্যবহার করা হয়। একটি আদর্শ সাবানের হার্ডনেস ভ্যালু ২৯ থেকে ৫৪ এর ভিতরে। ভ্যালু যত বেশি ততো শক্ত সাবান।
একটি সাবান কতটুকু তেল অপসারন করার ক্ষমতা রাখে তাকে ক্লিনজিং বলা হয়। একটি আদর্শ সাবানের ক্লিনজিং মান ১২ থেকে ২২ এর ভিতরে। বিষয়টা যত সাধারন মনে হচ্ছে আসলে ততোটা সাধারন নয়। অধিক ক্লিনজিং যুক্ত সাবান সবাই ব্যবহার করতে পরে না। যেমন- যাদের ত্বক শুষ্ক, চর্মরোগ রয়েছে তাদের জন্য উচ্চ ক্লিনজিং সাবান বেশ ক্ষতিকর। একজন সোপ এক্সপার্ট মূলত এটি নিয়ন্ত্রন করে রেসিপি করে থাকেন। অনেক সময় ক্লিনজিং নিয়ন্ত্রনের জন্য সুপার ফ্যাট ব্যবহার করতে হয়।
কন্ডিশনিং বলতে ত্বক কোমল রাখার উপাদানকে বোঝায়। আমরা যখন সাবান ব্যবহার করি তখন তার কিছু উপাদান ত্বকের উপর থেকে যায়। যে উপদান আমাদের ত্বকের মশ্চার ধরে রাখতে সহায়তা করে। যা ত্বকের সাথে সহজেই স্যুট করে ও ত্বককে নরম রাখতে হেল্প করে। একটি আদর্শ সাবানের কন্ডিশনিং মান ৪৪ থেকে ৬৯ এর ভিতরে হয়ে থাকে।
এটি সাবানের বুদবুদ হওয়ার ক্ষমতাকে বোঝায়। আর এর মান ১৪ থেকে ৪৬ এর ভিতরে রাখতে হয়। ন্যাচারাল সাবানে অনেক সময় বুবলি বাড়াতে চিনি বা মধু ব্যবহার করতে হয়।
এটি সাবানের ফেনার স্থায়ীত্ব ও ক্লিমকে বোঝায়। এটির মান সাবানে ১৬ থেকে ৪৮ এর ভিতরে রাখা জরুরী। একটি সাবানে যত বেশি ক্রিম থাকে এটি দেখতে ততো আকর্ষনীয় মনে হয়। সাবানে শিয়া বাটার ব্যবহার করলে দেখতে অন্যরকম মনে হয়।
আয়োডিন মান কম হলে সাবান শক্ত হয় পাশাপাশি কন্ডিশনিং কোয়ালিটি কমতে শুরু করে। আয়োডিন মান ৭০ এর উপরে হলে সাবান নরম হয়ে যায়।
Iodine’n SAP এটি দ্বার সাধারনত একটি সাবানের বৈশিষ্ট কেমন তা বোঝানো হয়। একটি আদর্শ সাবানের আইএনএস ভেলু ১৬০ হতে পারে। তবে ১৩৬ থেকে ১৭০ এর ভিতরে হলেও তা গ্রহনযোগ্য।
সুপার ফ্যাট হলো একটি সাবানের অতিরিক্ত তেল বা ফ্যাট যা কস্টিকের সাথে বিক্রিয়া না করে সাবানের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে।
বাংলাদেশের আবহাওয়াতে 1.8:1 রেশিও পার্ফেক্ট মনে হয়েছে। অর্থাৎ লাই সলুশন ১ গ্রাম হলে পানি হতে ১.৮ গ্রাম। পানি বেশি হলে সাবান শুকাতে বেশি সময় লাগতে পারে। পাশাপাশি সাবানের উপর সোডা অ্যাশ (সাবানের উপরে সাদা সাদা দেখা দেয়) তৈরীর হওয়ার প্রবনাতা সৃষ্টি হতে পারে। তাই আপনার পরিবেশ ও উপাদানের উপর এটি এডজাষ্ট করে নেয়া খুবই জরুরী।
স্যাচুরেটেড ফ্যাট মানে রুম টেম্পারেচার এ এটি শক্ত হয়ে যায়। যেমন মাখন, পনির, পাম কার্নেল, নারকেল তেল ইত্যাদি।
আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত চর্বি সাধারণত ঘরের তাপমাত্রায় তরল থাকে। যেমন জলপাই তেল, সূর্যমুখী তেল ইত্যাদি।