Jobayer Academy

সাবান তৈরির জন্য সুরক্ষা সরঞ্জামগুলি জানুন

কোল্ড প্রসেজ সাবান তৈরীতে সেফটি যন্ত্রপাতি:

  • হ্যান্ড গ্লোভস্
  • সেফটি গগলস্
  • মাস্ক
  • এপ্রোন

হ্যান্ড গ্লোভস্

আমরা জানি সাবান তৈরী হয় মূলত তেল বা চর্বি ও ক্ষার বা কষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে। সরাসরি তেল আমাদের ত্বকের জন্য নিরাপদ হলেও কষ্টিক সোডা আমাদের ত্বকের জন্য নিরাপদ নয়। এটি ত্বকে জ্বলাপোড়া, চুলকানো আবার কখনো কখনো ত্বক পুড়ে যেতে পারে। তাই ত্বকের নিরাপত্তায় আমাদের অবশ্যই সাবান তৈরী করার সময় হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করা উচিৎ।

সেফটি গগলস্

কষ্টিক সোডা চোখের জন্য খুবই ক্ষতিকারক একটি রাসায়নিক। এটি চোখে গেলে অনেক সময় চোখ নষ্ট হয়ে যেতে পারে। তবে অসাবধানতায় যদি চোখে চলে যায় তাহলে দ্রুত চলমান পানি দিয়ে চোখ ভালো করে পরিষ্কার করে ডাক্তার পরামর্শ নিতে হবে। তাছাড়া বিপদ বলে কয়ে আসে না, কাজ করার সময় যে কোন মূহুর্তে সোডা আমাদের চোখে যেতে পারে তাই চোখের নিরাপত্তায় অবশ্যই সেফটি গগলস্ ব্যবহার করুন।

মাস্ক

সাবান তৈরী করার সময় আমাদের কষ্টিক সোডা পানিতে মেশাতে হয়। তখন প্রচুর ধোঁয়া তৈরী হয়। এই ধোঁয়া যেমন আমাদের চোখের জন্য ক্ষতিকর, তেমনি আমাদের শ্বাসযন্ত্রের জন্যও বেশি ক্ষতিকর। তাই নিজের শ্বাসযন্ত্র নিরাপদ রাখতে সাবান তৈরীর সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

এপ্রোন

কাজ করার সময় অসাবধানতায় অনেক সময় যে কোন কিছু যেমন, তেল ও কষ্টিক আমাদের পোশাকে লেগে যেতে পারে। তাই পোশাক ও নিজের নিরাপত্তায় এপ্রোন পরে কাজ করলে অনেকটা নিরাপদ থাকা যায়।

শেষ কথা

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের বেশ উপকারে আসবে। আবারো সবাইকে বলছি, নিজের নিরাপত্তা সবার আগে। তাই সাবান তৈরীর সময় অবশ্যই নিরাপত্তার জন্য সেফটি যন্ত্রপাতি ব্যবহার করুন।