Jobayer Academy

জোবায়ের একাডেমি

জোবায়ের একাডেমি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও কার্যকর স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং ইন্সটিটিউট, যার যাত্রা শুরু হয়েছিল ২০ জানুয়ারি ২০১৭ সালে, প্রতিষ্ঠাতা জোবায়ের রহমান এর হাত ধরে। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি দক্ষ, আত্মনির্ভর ও উদ্যোক্তা-মনস্ক প্রজন্ম গড়ে তোলা।

বর্তমানে আমরা ১০ জনের অধিক নিবেদিত কর্মী ও প্রশিক্ষকদের সমন্বয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

অফিস ও ট্রেইনিং সেন্টার

খিলক্ষেত লেকসিটি শপিং কমপ্লেক্স, লেভেল ৩, ঢাকা-১২২৯।

যোগাযোগ: 01719295000

ইমেল: contact@jobayeracademy.com

ওয়েব: JOBAYERACADEMY.COM

আমাদের কার্যক্রম

জোবায়ের একাডেমি ট্রেড লাইসেন্স এর অধীন একটি বৈধ প্রতিষ্ঠান যা বাংলাদেশে শর্ট কোর্স এবং স্কিল বেইজড ট্রেইনিং পরিচালনা করে আসছে। আমরা বাস্তবভিত্তিক ও উদ্যোক্তাবান্ধব প্রশিক্ষণের মাধ্যমে হাজারো শিক্ষার্থীকে দক্ষ করে তুলেছি, যারা অনেকেই এখন নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

জনপ্রিয় কোর্সসমূহ:

  • সোপ মেকিং (Cold Process, Melt & Pour)
  • প্রাকৃতিক প্রসাধনী তৈরির প্রশিক্ষণ (হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, ফেস প্যাক, সিরাম, লোশন ইত্যাদি)
  • রেজিন আর্ট ও ক্রাফট তৈরির প্রশিক্ষণ
  • জিপসাম আর্ট ও হোম ডেকোর তৈরির কোর্স
  • ক্যান্ডেল মেকিং (Jar, Pillar, Tealight, Massage Candle ইত্যাদি)

আমাদের কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি স্কিলই না শেখে, বরং সেই স্কিল দিয়ে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, টুলস ও গাইডলাইনও পায়।

আমাদের লক্ষ্য ও ভিশন

ভিশন: "উদ্যোক্তা তৈরির মাধ্যমে শিক্ষিত বেকারত্ব হ্রাস করে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা।"

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের ভেতরে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে যে কেউ হতে পারে আত্মনির্ভর। আমাদের কোর্সসমূহ শুধুমাত্র প্রশিক্ষণই নয়, বরং আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার পথও তৈরি করে দেয়।

কেন আমাদের বেছে নেবেন?

  • ব্যবহারিক ভিত্তিক প্রশিক্ষণ – হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স ও রিয়েল-টাইম ডেমো।
  • সাপোর্টিভ টিম – কোর্স শেষে ও উদ্যোক্তা যাত্রায় ফুল টাইম সাপোর্ট।
  • সার্টিফিকেট প্রদান – কোর্স সম্পন্নকারীদের জন্য সার্টিফিকেট।
  • বিজনেস গাইডলাইন – ব্র্যান্ডিং, প্রাইসিং, মার্কেটিং সহ উদ্যোক্তার প্রয়োজনীয় দিক নির্দেশনা।
  • আধুনিক ল্যাব ও উপকরণ – প্রশিক্ষণে ব্যবহৃত হয় উন্নতমানের উপকরণ।
  • নারী ও তরুণদের বিশেষ অগ্রাধিকার – নারী উদ্যোক্তা তৈরির জন্য পৃথক সহায়তা।

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যতে আমরা অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে আরও উন্নত কোর্স চালু করার পরিকল্পনা করছি। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় শাখা খুলে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। আমরা চাই, বাংলাদেশের প্রতিটি ঘরে একজন করে দক্ষ মানুষ থাকুক, যিনি নিজের উপর ভরসা রাখতে জানেন।

জোবায়ের একাডেমি — " দক্ষতা অর্জন করুন, বেকার মুক্ত বাংলাদেশ গড়ুন "

আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনিও গড়তে পারেন আপনার নিজের ভবিষ্যৎ।