আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম ২০০+ প্রফাইল ব্যকলিংক নিয়ে সাথে থাকবে কি কেন কিভাবে, নানান প্রশ্নের উত্তর। যদিও প্রফাইল ক্রিয়েশন এখন আর সাইটের সরাসরি রেংকিং এর জন্য কাজ না করলেও সাইটের DA PA বাড়াতে এর বেপক ভূমিকা রয়েছে। গত পর্বে আমরা ২০০+ ব্লগ কমেন্টিং সাইট দিয়েছিলাম। যেখানে বলেছিলাম ভালো রেসপন্ডস পেলে এমন রিসোর্স আবারো শেয়ার করবো। গত আর্টিকেলে বেশ সাড়া পেয়েছিলাম বলেই আজকে এই আর্টিকেলটি লিখতে বসলাম।
প্রফাইল ব্যকলিংক কি?
প্রফাইল ব্যকলিংক হলো কোন একটা প্লাটফর্মে অথবা সাইটে নিজের ব্রান্ডের জন্য প্রফাইল তৈরী করা সেই সাথে সেখানে নিজের একটা লিংক শেয়ার করা। যদিও আমাদের SEO Premium Course এ লিংক বিল্ডিং নিয়ে প্রচুর রিসোর্স রয়েছে। যাই হোক সে সম্পর্কে না হয় পরে আলোচনা করা যাবে।
কেন করবো প্রফাইল ব্যকলিংক?
লিংক বিল্ডিং: প্রফাইল ক্রিয়েশন একটি লিংক বিল্ডিং পদ্ধতি। তাই এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে এক সাথে হাজার হাজার প্রফাইল ক্রিয়েট না করে প্রতিদিন নিয়ম কয়ে ৪-৫ টা প্রফাইল তৈরী করাটা বেশ কার্যকর।
DA PA বাড়াতে: আমরা সবাই জানি একটা সাইটের DA PA কতটা গুরুত্বপূর্ন। সাইটের DA PA বেশি থাকলে একটা আর্টিকেল সহজেই রেংক করে থাকে। অথরিটি সাইটে লিংক বিল্ডিং ও সাইটে ভিজিটর আসলে খুব সহজেই DA PA বেড়ে যায়। আর এ ক্ষেত্রে প্রফাইল ক্রিয়েশন হতে পারে আপনার বেশ সহায়ক।
ব্রান্ড ভেলু বাড়াতে: একটা কম্পানির ব্রান্ড ভেলু বাড়াতে প্রফাইল ব্যকলিংক বেশ কার্যকর। ভালো মানের প্রফাইল নলেজ গ্রাফ পেতেও বেশ কাজে আসে।
ট্রাফিক পেতে: একটি ওয়েব সাইটের প্রান হলো ট্রাফিক বা ভিজিটর। হিউজ পরিমান ট্রাফিক পেতে প্রফাইল ব্যকলিংক বেশ কাজ করে থাকে।
প্রফাইল ব্যকলিংক করতে কি কি লাগে?
- একটি এক্টিভ ইমেল এড্রেস।
- আপনার ব্রান্ডের শর্ট ডিসক্রিপশন।
- নিজের একটি ওয়েব সাইট।
- লোগো বা ইমেজ।
- কভার ফটো।
- কিছু সোসাল একাউন্ট।
প্রফাইল ক্রিয়েট করার পদ্ধতি
- প্রথমে প্রফাইল ক্রিয়েট করার জন্য উপযুক্ত সাইট খুজে বের করতে হবে। অথবা নিচের লিষ্ট থেকে একটি ভিজিটর করতে হবে।
- আপনার এক্টিভ ইমেলটি দিয়ে সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় ইমেল ভেরিফাই করতে হতে পারে। ইমের লগিং করে লিংক এ ক্লিক করে ভেরিফাই করে নিন।
- সাইটের সেটিংস্ বা প্রফাইল ইডিট অবশন থেকে আপনার ব্রান্ডের নাম, ডিসক্রিশন, ওয়েব সাইট এড্রেস, সোসাল একাউন্ট লিংক, প্রফাইল পিকচার ও কখনো কখনো কভার পিকচার দিতে হতে পারে।
- সকল তথ্য দেয়া হলে গেলে সেভ বা আপেডেট বাটনে ক্লিক করে পাবলিক প্রফাইল চেক করুন। পাবলিক প্রফাইলে আপনার সকল তখন দেখা গেলে আপনি প্রফাইলটি ক্রিয়েট হয়েছে বলে নিশ্চিৎ হওয়া যায়।
- সকাল কাজ ঠিকঠাক হয়ে গেলে পাবলিক প্রফাইল লিংকটি কোথাও সেভ করে রাখুন। যাতে ভবিষ্যতে অন্য কোন সাইটের প্রফাইল ক্রিয়েট করার জন্য সময় অপচয় না হয়।
২০০+ প্রফাইল ক্রিয়েশন সাইট লিষ্ট
- https://disqus.com
- https://addons.mozilla.org
- https://myspace.com
- https://en.gravatar.com
- https://www.ted.com/profiles
- https://soundcloud.com
- https://getsatisfaction.com
- https://about.me
- https://moz.com
- http://www.brijj.com
- https://itsmyurls.com
- https://completed.com
- https://www.sbnation.com
- http://rhizome.org
- https://github.com
- https://remote.com
- https://www.deviantart.com
- https://www.bagtheweb.com
- https://stocktwits.com
- https://www.spreaker.com
- https://theoutbound.com
- https://mootools.net
- https://www.metal-archives.com
- http://www.rdm.uff.br
- https://my.desktopnexus.com
- http://ttlink.com
- http://www.mappery.com
- http://doodleordie.com
- http://yoomark.com
- https://mootools.net
- https://www.intensedebate.com
- https://coub.com
- http://clivajes.uv.mx
- https://www.gapyear.com
- http://ttlink.com
- http://doodleordie.com
- https://weheartit.com
- https://referial.com
- https://hubpages.com
- https://www.fanfiction.net
- https://www.goodreads.com
- https://www.wishlistr.com
- http://www.orapages.com
- https://unsplash.com
- https://www.talkreviews.com
- https://resultkit.dreamwidth.org
- https://www.patreon.com
- https://www.indiegogo.com
- https://www.openstreetmap.org
- https://loop.frontiersin.org
- https://www.ibm.com
- https://answers.microsoft.com
- https://www.mindmeister.com
- https://dailygram.com
- https://myanimelist.net
- https://www.aileensoul.com
- https://id.arduino.cc
- https://imgur.com
- https://www.fixtrading.org
- https://clyp.it
- http://www.dreevoo.com
- https://magnitt.com
- https://people.sap.com
- https://www.behance.net
- https://creativemarket.com
- http://brandyourself.com
- https://www.exchangle.com
- https://8stem.com
- http://findnerd.com
- http://www.maprecord.com
- https://www.artstation.com
- https://ask.fm
- https://www.linkedin.com
- http://moblog.net
- https://desall.com
- https://www.flipsnack.com
- https://webflow.com
- https://www.bizcommunity.com
- https://www.bly.com
- http://assets3.corrections.com
- https://www.blogger.com
- https://forums.adobe.com
- https://profiles.wordpress.org
- https://medium.com
- https://issuu.com
- https://independent.academia.edu
- https://www.instructables.com
- https://www.kickstarter.com
- https://dribbble.com
- https://www.coursera.org
- https://www.crunchyroll.com
- https://www.wattpad.com
- https://www.bloglovin.com
- https://managewp.org
- https://choralnet.org
- https://www.discogs.com
- https://seekingalpha.com
- https://www.reverbnation.com
- https://knowyourmeme.com
- https://www.smashwords.com
- https://alternativeto.net
- https://www.vocabulary.com
- https://forum.flightradar24.com
- https://www.redbubble.com
- https://activerain.com
- https://csgrid.org
- https://www.gapyear.com
- http://ttlink.com
- https://thejournalofbusiness.org
- https://gitlab.com
- https://www.yumpu.com
- https://www.codecademy.com
- https://moodle.org
- https://www.threadless.com
- https://peatix.com
- https://www.magcloud.com
- https://www.rewardbloggers.com
- http://www.musicrush.com
- https://weheartit.com
- https://rhizome.org
- https://www.librarything.com
- https://musicbrainz.org
- https://www.alltrails.com
- https://community.windy.com
- https://www.tor.com
- https://superuser.com
- https://resultkit.cgsociety.org
- https://devpost.com
- https://www.couchsurfing.com
- https://www.apsense.com
- http://www.infobarrel.com
- https://webflow.com
- https://twitcasting.tv
- https://community.justlanded.com
- https://www.domestika.org
- https://creativemornings.com
- https://www.tetongravity.com
- https://www.scirra.com
- https://onmogul.com
- https://activerain.com
- https://cycling74.com
- https://amara.org
- https://www.toolbox.com
- http://www.cplusplus.com
- https://grabcad.com
- https://pro.ideafit.com
- https://network.changemakers.com
- http://www.debate.org
- https://www.mightycause.com
- https://publiclab.org
- https://mootools.net
- https://growthhackers.com
- https://imageevent.com
- https://asknature.org
- https://www.seedandspark.com
- https://profiles.delphiforums.com
- https://www.feedspot.com
- https://www.edocr.com
- https://www.forexfactory.com
- http://groupspaces.com
- https://www.filmsforaction.org
- https://community.endnote.com
- https://godotengine.org
- https://www.starnow.com
- https://steepster.com
- https://www.youmagine.com
- https://www.blackhatworld.com
- https://forums.prosportsdaily.com
- https://www.bitsdujour.com
- https://www.wattpad.com
- https://startupxplore.com
- https://www.charitychoice.co.uk
- https://www.houzz.com
- https://www.cnet.com
- https://ibuildapp.com
- https://www.bountysource.com
- https://triberr.com
- https://www.storeboard.com
- https://www.visajourney.com
- https://republic.co
- https://gitx.lighthouseapp.com
- https://schoolofeverything.com
- http://uid.me
- https://www.bagtheweb.com
- https://froont.com
- https://www.appfutura.com
- https://uberant.com
- https://www.wishlistr.com
- https://www.mapleprimes.com
- https://www.question2answer.org
- https://tess.elixir-europe.org
- https://bibliocrunch.com
- https://followus.com
- https://managewp.org
- https://www.plerb.com
- https://tengaged.com
- https://www.houzz.in
- https://scandasia.com
- https://www.rehashclothes.com
- https://www.thenewsfunnel.com
- https://tutpub.com
- https://8tracks.com
উপরের প্রতিটি লিংক আমার ডাটাবেজ থেকে দেয়া হয়েছে। প্রতিটা লিংক এ প্রফাইল করা সম্ভব। সময় নিয়ে চেষ্টা করুন। আশার করি আপনি অবশ্যই প্রফাইল তৈরী করতে পারবেন। প্রফাইল করার পরে লিংক ইনডেক্স হওয়ার জন্য অপেক্ষা করুন। যদিও প্রফাইল লিংকগুলো ইনডেক্স হতে বেশ সময় নিতে পারে। যাই হোক সবার জন্য শুভ কামনা। আল্লাহ হাফেজ।